ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মানের সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি শ্রম আদালত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া এই রায়ে আদালত জানান, পিএসজির সঙ্গে করা চুক্তি অনুযায়ী এমবাপ্পে তিন মাসের বকেয়া বেতন এবং সাইনিং বোনাস পাওয়ার অধিকারী।
আদালত উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ফরাসি পেশাদার ফুটবল লিগ—এলএফপি—এই পাওনাগুলোর দাবি স্বীকৃতি দিয়েছিলো। পাশাপাশি, এমবাপ্পে বকেয়া বেতনের অর্থ পাওয়ার যোগ্য নয়—এমন কোনো চুক্তির প্রমাণ উপস্থাপন করতে পারেনি পিএসজি। এছাড়াও এমবাপ্পের বিরুদ্ধে ‘সম্মানহানি’র পাল্টা অভিযোগও করেছিলো ফরাসি ক্লাবটি।
এ কারণে ক্লাবটির সেই যুক্তি খারিজ করে দেন বিচারকরা। ফ্রান্সের শ্রম আদালত গতকাল নির্দেশ দিয়েছেন, ডিএসজি যেন এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করে।
রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমবাপ্পের আইনজীবী ফ্রেদেরিক ক্যাসেরো। তিনি বলেন, বেতন পরিশোধ না করার কারণে এমন রায়ই প্রত্যাশিত ছিল।
এক বিবৃতিতে এমবাপ্পের আইনজীবী দল জানায়, এই রায় প্রমাণ করে—চুক্তির মাধ্যমে নেওয়া অঙ্গীকার অবশ্যই রক্ষা করতে হবে। পেশাদার ফুটবল অঙ্গনেও শ্রম আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

