spot_img

মারা গেলেন অভিনেত্রী র‌্যাচেল

অবশ্যই পরুন

অপ্রত্যাশিতভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেত্রী র‌্যাচেল কারপানি। গত ৭ ডিসেম্বর ভোরে শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৫ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী র‌্যাচেল কারপানির বোন জর্জিয়া তাদের মা ও বাবার বরাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে তার।

বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে টনি ও গেল কারপানি ঘোষণা করছেন যে, তাদের সুন্দরী কন্যা, অস্ট্রেলিয়ান অভিনেত্রী র‌্যাচেল কারপানি দীর্ঘস্থায়ী অসুস্থার সঙ্গে লড়াইয়ের পর গত ৭ ডিসেম্বর ভোরে মারা গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠিত হবে।

২০০১ এবং ২০০৯ সালে অস্ট্রেলিয়ান সিরিজ ‘ম্যাকলিওডস ডটার্স’-এ জোডি ফাউন্টেনের চরিত্রে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করেন র‌্যাচেল কারপানি। আইএমডিবি বলছে, কয়েকটি মার্কিন শো এবং সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ট্রায়াঙ্গেল সিনেমায় লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করলো এফবিআই

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অন্তত ৫টি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা ছিল 'টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট' নামের গোষ্ঠীটির। গোপনে বিস্ফোরক...

এই বিভাগের অন্যান্য সংবাদ