পারমাণবিক বিজ্ঞানে তিনটি নতুন সাফল্য উন্মোচন করেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে অগ্রগতি এবং জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন এই সাফল্যের মূল দিক বলে জানানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জন তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী।
অনুষ্ঠানে নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট তিনটি উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তকরণের জন্য ব্যবহৃত ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল ‘গ্যালিয়াম-৬৮’, ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল ‘লুটেটিয়াম-১৭৭’ এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্র।
এছাড়া একই অনুষ্ঠানে ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের পারমাণবিক গবেষণা সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এওইআই প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, উদ্ভাবন এবং গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই সংস্থার অগ্রাধিকার।
তিনি জানান, ২০২৩ সালে একই প্রদর্শনীতে ইরান ৫০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের কথা জানিয়েছিল, যা বর্তমানে বেড়ে ৭০টিতে পৌঁছেছে। এছাড়া আরও ২০টি পণ্য গবেষণা পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

