যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে। সন্দেহভাজনের নাম বেঞ্জামিন এরিকসন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
বয়স ২০ বছরের কোটায়। রোববার (১৪ ডিসেম্বর) একটি হোটেল থেকে আটক করা হয় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।
তবে, সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এখন পর্যন্ত হামলার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়নি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) ব্রাউন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে কালো পোশাক ও মুখোশ পরিহিত বন্দুকধারী। ওই হামলায় দু’জন নিহত এবং আহত হয় ৯ জন। হতাহতরা সবাই শিক্ষার্থী।
আহতদের অবস্থা অনেকটাই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র ব্রেট স্মাইলি। তিনি অবশ্য সতর্ক করে বলেছেন যে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মূলত, গোলাগুলির পর পালিয়ে যায় বন্দুকধারী। এই নিয়ে চলতি বছর ৩৮৯টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

