spot_img

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে: মির্জা আব্বাস

অবশ্যই পরুন

টার্গেট কিলিংয়ের উদ্দেশে ৭০ জনের তালিকা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নেতা-কর্মীদের প্রায়ই প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল আগামী নির্বাচন সামনে রেখে বলছে, তারা ৫৪ বছরের প্রতিশোধ নিতে চায়।

তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না।

মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে।

ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, এটি একটি অপ্রয়োজনীয় ঘটনা। একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষেক কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।

এসময় হত্যাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সকল রকমের হত্যাকানণ্ড থেকে দূরে আছি দূরে থাকব। কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের প্রতিরোধ করবে।

সর্বশেষ সংবাদ

মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে বিসিসিআই’র ভেতরেই ক্ষোভ

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কেবল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেই ফাটল ধরায়নি, বরং খোদ ভারতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ