সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় নির্বাচনের ভীত নড়বড়ে করতেই এমন আক্রমণ বলে মন্তব্য করে তিনই। তবে নির্বাচনের মাধ্যমে জনগণ অপতৎপরতার জবাব দেবে বলেও আসা প্রকাশ করেন। তিনি বলেন, সকল অপরাধীকে ধরার জন্য সরকার তৎপর আছে।
হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম আগেও গ্রেফতারের পর জামিনে বের হওয়ার ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, সরকারে সমন্বয় না থাকলে অপরাধ প্রবণতা আরো বাড়তো। সম্প্রচার আইন নিয়ে বলেন, এটি শেষ পর্যায়ে। এছাড়াও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চেয়ে তিনি বলেন, খণ্ডিত তথ্য দেখতে চান না। উপদেষ্টা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ। কিন্তু, অনেক আগের ঘটনা হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত নিয়ে জটিলতা আছে।

