spot_img

কলকাতায় একই মঞ্চে হাজির শাহরুখ-মেসি!

অবশ্যই পরুন

গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতায় পৌঁছান লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের দুই বন্ধু লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পল। কলকাতায় বেশ কিছু কার্যক্রমে শনিবার হাজির হন মেসি।

কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাতে অবতরণের পর ভোরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা হয় মেসির। ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন শাহরুখ। হোটেলেই দেখা হয় তাদের। দেখা হওয়ার পর আব্রামকে কাছে টেনে নেন মেসি। তাদের আলাপ করিয়ে দেন মেসিকে ভারতে নেয়ার কারিগর শতদ্রু দত্ত। কুশল বিনিময়ের পর তোলা হয় ছবিও। দুই ঘরানার এই দুই তারকার মাঝে ছিলেন সুয়ারেস।

প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তার হোটেলে। সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তার অনেক ভক্ত উপস্থিত ছিলেন। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তৈরি হয়ে নিতে হয় তাকে। শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মেচন করেন এলএম টেন।

এরপর যুবভারতীতে একটি ম্যাচ খেলতে গেলে তৈরি হয় বিশৃঙ্খলা। এর কারণে আগে-ভাগেই মাঠ ছাড়তে হয় তাকে। তিনি মাঠ ছাড়ার পর যুবভারতীতে শুরু হয় ভাঙচুর। দুপুর ২টায় কলকাতা ছাড়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেসি শহর ছাড়েন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ।

হায়দরাবাদে পৌঁছানোর পর সন্ধ্যা ৭টার সময় ‘গোট কাপ’ নামের একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেসি। সেখানে থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। একটি ফুটবল ম্যাচেও খেলার কথা রয়েছে মেসির। এরপর মেসিকে সম্মান জানিয়ে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাতে থাকবেন হায়দরাবাদেই।

পরদিন ১৪ ডিসেম্বর মুম্বাই যাবেন মেসি। সেখানে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। এ সময় থাকতে পারেন শচীন টেন্ডুলকার। ৪টার দিকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ আছে। থাকতে পারেন সুনীল ছেত্রী। যদিও অনিশ্চিত মেসির খেলা।

বিকেল ৫টার দিকে ওয়াংখেড়েতে যাওয়ার কথা মেসির। সেখানে তাকে সংবর্ধনা দেয়া হবে। উপস্থিত থাকবেন জন আব্রাহাম, কারিনা কাপুর, জ্যাকি শ্রফসহ বলিউড তারকারা। রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিদেরও দেখা যেতে পারে।

১৫ ডিসেম্বর দিল্লি যাবেন মেসি। দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর ওইদিন বিকেলেই ভারত ছাড়ার কথা তার।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা, ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে আজ শনিবার (১৩ ডিসেম্বর) থেকে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত সাভারের জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ