spot_img

বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

অবশ্যই পরুন

২০২৬ সালে নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলটির নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটার অলিভার পিক।

অলিভার পিক যুব দলের অভিজ্ঞতার পাশাপাশি খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে। ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে টেস্ট স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরেও ছিলেন তিনি। ২০২৪ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন পিক। আসন্ন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলবেন তিনি।

ঘোষিত দলে এসেছে তিন নতুন মুখ—নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল ও উইলিয়াম টেইলর। বিশ্বকাপে দলটির কোচিং দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ টিম নিলসেন। তাকে সহায়তা করবেন লুক বাটারওর্থ ও ট্রাভিস ডিন।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ যুব ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দল:

অলিভার পিক (অধিনায়ক), কেইসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাখমুন্ড, উইল মালাইচজুক, নিথেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর, অ্যালেক্স লি ইয়ং।

সর্বশেষ সংবাদ

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির তারিখ ঘোষণা

সারাদেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ