spot_img

চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান (ভিডিও)

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়কে চলন্ত একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোট আকারের একটি উড়োজাহাজ। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর বিমান আছড়ে পড়ার ভিডিও ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই–১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। বিমানটিতে ছিলেন চালক ও একজন যাত্রী—দুজনেরই বয়স ২৭ বছর।

 

দুর্ঘটনার পরপরই গাড়ি ও বিমান থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল সূত্রে জানা গেছে, গাড়িচালক নারী সামান্য আহত হয়েছেন, আর বিমানের চালক ও যাত্রী অক্ষত রয়েছেন।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, ইঞ্জিনে সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তার পরিকল্পনা ছিল মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করার। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় গাড়ির ওপরে আছড়ে পড়ে উড়োজাহাজটি।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর

গাজায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ