spot_img

সালাহ নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন: রুনি

অবশ্যই পরুন

লিভারপুলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখন চরমে ইজিপ্টের তারকা মোহাম্মদ সালাহর। ক্লাবের আচরণ ‘সন্তোষজনক নয়’—এমন অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। তাঁর ভাষায়, ‘সালাহ নিজের লিগ্যাসি নিজেই ধ্বংস করছেন’।

শনিবার (৬ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর সাংবাদিকদের সামনে সালাহ বলেন,

‘অনেকবার বলেছি, কোচের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে সেই সম্পর্ক আর নেই। মনে হচ্ছে ক্লাবই আমাকে দোষারোপের জন্য সামনে ঠেলে দিয়েছে।’

৩৩ বছর বয়সী সালাহ গত তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। লিডসের বিপক্ষেও ছিলেন বেঞ্চে। অথচ লিভারপুলের জার্সিতে তাঁর গোলসংখ্যা ৪২০ ম্যাচে ২৫০টি।

রুনি মনে করেন, সালাহর সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়, এবং কোচ আরনে স্লটকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

নিজের পডকাস্টে রুনি বলেন—

‘স্লটকে এখনই তাঁর কর্তৃত্ব দেখাতে হবে। তাঁকে ডেকে বলতে হবে— তুমি দলের সঙ্গে ভ্রমণ করবে না। মিডিয়ার সামনে এ ধরনের মন্তব্য কোনোভাবেই চলতে পারে না।’

রুনির মতে, সালাহর সামনে এখন দুটি পথ—সম্পর্ক ঠিক করা অথবা ক্লাব ছাড়ার প্রস্তুতি নেয়া।

‘সমস্যা দ্রুত মিটমাট করা জরুরি। এভাবে চলতে থাকলে সে লিভারপুলে নিজের লিগ্যাসি ই নষ্ট করছে।’ বলেছেন রুনি।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ