spot_img

‘৬০ বছরে বয়সেও ফের প্রেমে পড়ব ভাবিনি’

অবশ্যই পরুন

৬০ বছর বয়সে এসে ফের প্রেমে পড়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কয়েক বছর হলো দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এরপর গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে তিনি। এক সময় এই গৌরী আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করতেন। কিন্তু এই সময়ে এসে নিজের প্রেমকে অপ্রত্যাশিত বললেন অভিনেতা। গত জন্মদিনের অনুষ্ঠানেই প্রেমিকা গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান।

এই বয়সে এসে তিনি আবার প্রেমে পড়বেন, তা কখনো ভাবেননি বলেও জানান আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আমির বলেন, আমি কখনও ভাবিনি যে, আমার জীবনে ফের এমন কাউকে পাব। আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পুরো পরিস্থিতি পাল্টে যায়। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। এ সময় আমির তার অতীতের দুই দাম্পত্য জীবন নিয়ে জানান, তার আগের দুটি বিয়েই টেকেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি রিনা দত্ত, কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন। তার জীবনে তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য বলেও জানান আমির।

সর্বশেষ সংবাদ

অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি মান্দানা

ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা-গুঞ্জন চলছিল। অবশেষে জল্পনাই সত্যি হলো। শুরুতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ