spot_img

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত

অবশ্যই পরুন

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত আবারও উস্কে উঠেছে। রোববার কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেত-এ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অন্তত ২ জন থাই সেনা আহত হয়েছেন।

থাই সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫মিনিটে সি সা কেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। জবাবে পাল্টা গুলি চালায় থাই সেনাবাহিনী। প্রায় ৩৫ মিনিট স্থায়ী হওয়া এই সংঘর্ষে দুই থাই সেনার একজন পায়ে এবং অপরজন বুকে আঘাত পেয়েছেন।

সংঘর্ষ শুরুর কিছুক্ষণ আগেই গতকাল রোববার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে থাইল্যান্ড অভিযোগ জানায় যে কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে ল্যান্ডমাইন পেতেছে। ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

সংঘাত থামার পর পরই থাইল্যান্ডের সামরিক বাহিনী এবং সীমান্তরক্ষীরা কম্বোডিয়ার সীমান্তবর্তী চারটি থাই প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সীমান্ত নিয়ে বিবাদের জেরে গত জুলাই মাসে ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে সংঘাত শুরু হয়েছিল, যা ৫ দিন ধরে চলেছিল। সেসময় দু’দেশের ৩২ জন নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় তখন যুদ্ধবিরতি শুরু হয়েছিল।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: ক্রেমলিন

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ইতিহাসে এক নতুন ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ