spot_img

আর্জেন্টাইন কোচের কাছে ক্ষমা চাইলেন ফিফা প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে ট্রফি স্পর্শ করতে তাকে গ্লাভস পরতে বলা হয়। অথচ বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে খালি হাতে ট্রফি ধরার অধিকার তার রয়েছে। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

এই বিব্রতকর পরিস্থিতির কারণে আর্জেন্টিনা কোচ স্কালোনির কাছে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শনিবার (৬ ডিসেম্বর) সূচি প্রকাশের অনুষ্ঠানে স্কালোনিকে মঞ্চে ডাকেন ইনফান্তিনো এবং খালি হাতে ট্রফি ধরতে অনুরোধ জানান।

ইনফান্তিনো বলেন, “ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি বিষয়টি জানতাম না।” এরপর স্কালোনির হাতে ট্রফি তুলে দিয়ে তিনি বলেন, “অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারবেন। সত্যিই জানতাম না।”

তিনি আরও যোগ করেন, “কী ভয়াবহ ভুল! সত্যি বলতে, যখন কেউ বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন তাকে আরও কম বয়সী মনে হয়।”

সর্বশেষ সংবাদ

দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ