spot_img

দুই গোলে এগিয়ে থাকা লিভারপুলের শেষ মুহূর্তে হোঁচট, জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

অবশ্যই পরুন

লিগে খুবই করুণ অবস্থা লিভারপুলের। টানা পাচ ম্যাচ জয় নিয়ে শুরু করা দলটির হঠাতই ছন্দপতন। জয়ের কক্ষপথে ফিরতে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে অল রেডরা।

ম্যাচের প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দলই। তবে বিরতি থেকে ফিরেই শুরু হয় রোমাঞ্চ। হুগো একিতেকের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। তবে, ৭০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ডমিনিক ক্যালভার্ট-লুইন।

সেই ধাক্কা সামলে সোবোসলাইয়ের গোলে আবার এগিয়ে যায় লিভারপুলের। লিভারপুল যখন জয়ের পথে তখনই শেষ মুহূর্তে লিভারপুলের হৃদয় ভাঙ্গে লিডসের উজ্জীবিত পারফরম্যান্সে। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ইপিএলে অপর ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে সিটিজেনরা। ৩১ মিনিটে রুবেন দিয়াজের সৌজন্যে প্রথম গোল পায় সিটি। ৪ মিনিট পরই ব্যবধান ২-০ করেন গাভার্দিওল। দেইতীয়ার্ধে ফোডেনের গোলে লিগে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল ম্যান সিটি।

১৫ ম্যাচে আর্সেনালের ৩৩ পয়েন্টের বিপরীতে সিটিজেনরা মাত্র দুই পেছনে থেকে টেবিল টপারের কাধেই শ্বাস ফেলছে গার্দিওলার শিষ্যরা।

সর্বশেষ সংবাদ

‘দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি’

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার (৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ