দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ থেকে ইমপোর্ট পারমিট-আইপি প্রদান করা হবে। প্রতিদিন মাত্র ৫০টি করে আইপি ইস্যু করা হবে। প্রতিটিতে সর্বোচ্চ ৩০ টন আমদানির অনুমোদন দেওয়া হবে।
চলতি বছরের ১ আগস্ট থেকে অদ্যাবধি যে সকল ব্যবসায়ী আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে একজন আমদানিকারক মাত্র একবারই আবেদনের সুযোগ পাবেন।
হঠাৎ করেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
দোকানীরা জানান, বাজারে দেশি পুরোনো পেঁয়াজের মজুদ শেষের দিকে। মুড়িকাটা জাত এখনও পুরোপুরি আসতে শুরু করেনি।

