spot_img

সুদানে স্কুলে ড্রোন হামলা, শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি

অবশ্যই পরুন

সুদানের দক্ষিণের করদোফান অঞ্চলের একটি কিন্ডারগার্ডেন স্কুলে ড্রোন হামলা। প্রাণ হারিয়েছে ৩৩ শিশুসহ অন্তত ৫০ জন।

দেশটির সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অঞ্চলটির কালোগি শহরের কিন্ডারগার্ডেন স্কুলটিতে বৃহস্পতিবার পরপর দু’দফা চালানো হয় ড্রোন হামলা। এসময় স্কুলের ভেতর আটকা পড়াদের সাহায্যে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের উপরও।

হামলার ঘটনায় সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস কে দায়ী করেছে দেশটির চিকিৎসা সংস্থা- সুদান’স ডক্টরস নেটওয়ার্ক। এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সামরিক কিংবা আধাসামরিক দু’বাহিনীর কেউই।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ