spot_img

নগ্ন হয়ে অভিনয়, সেই দৃশ্য নিয়ে যা বললেন জেসিকা

অবশ্যই পরুন

সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এমন একটি দৃশ্যের শুটিংয়ের কথা স্মরণ করেন। শুটিংয়ের স্মৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই দৃশ্য ছিল ভয়ানক। তার চরিত্রটি একটি সেতুর উপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পুনরায় আবির্ভূত হওয়া।

বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর নিজেও বেশ সংযত মানুষ। অনেক দিন ধরে ওই দৃশ্যের কথা ভাবলেই ভয় লাগত। এখনো ওটা আমাকে কষ্ট দেয়’, বলেন অ্যালবা।

তবে সবকিছুর পরও জেসিকা অ্যালবা সু স্টর্ম চরিত্রটিকে খুব ভালোবাসেন। তিনি বলেন, সেই সময়ের সুপারহিরো ও অ্যাকশন ছবিতে প্রচলিত লৈঙ্গিক ধারণাকে ভেঙে দিয়েছিল এই চরিত্র।

অ্যালবার ভাষ্যে, ‘সে ছিল মা-সুলভ, দয়ালু—কিন্তু একই সঙ্গে দৃঢ়, নিজের মত স্পষ্টভাবে বলত। তার নৈতিক অবস্থান ছিল অসাধারণ। সেই সময় নারী চরিত্রগুলোকে সাধারণত উদ্ধার করে কেউ একজন; নারী ছিল সমস্যার কারণ বা সমস্যা সমাধানের অপেক্ষায়। সু স্টর্ম ছিল আলাদা, আর আমি তাকে শ্রদ্ধা করতাম।’

জেসিকা অ্যালবা জানান তিনি ডাকোটা জনসনের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-তে অভিনয় করছেন। সেখানে তাঁর সঙ্গে থাকছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স ও অভিনেত্রী ভ্যানেসা বার্গহার্ট।

‘এটা এক মা ও মেয়ের মাঝে স্বাধীনতা নিয়ে টানাপোড়েনের গল্প। সব ঠিক থাকলে হয়তো আগামী বছরই রেড সি ফেস্টিভ্যালে দেখাতে পারব’, বলেন তিনি।

সূত্র: ভেরিটি

সর্বশেষ সংবাদ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত বেড়ে ১৭শ’

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রবল বন্যা ও ভূমিধসের কারণে নিহতের সংখ্যা ১,৭৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শত শত মানুষ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ