spot_img

‘অশালীন অঙ্গভঙ্গি’ করে ফের বিতর্কে শাহরুখপুত্র

অবশ্যই পরুন

আবারও বিতর্কে জড়ালেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বেঙ্গালুরুর একটি ক্লাবে তার ‘অশালীন অঙ্গভঙ্গি’র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। আরিয়ানের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে, অন্যদিকে কেউ কেউ আবার তার পক্ষে অবস্থান নিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুর অশোকনগর পুলিশ স্টেশন এলাকার একটি ক্লাবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান খান প্রথমে ভক্তদের দিকে হাত নাড়ছেন এবং মুহূর্তের মধ্যেই তিনি দর্শকদের দিকে মধ্যমা প্রদর্শন করেন। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

এ সময় আরিয়ানের সঙ্গে স্থানীয় এক সংসদ সদস্যের ছেলে নলপাদ এবং কর্ণাটকের আবাসন দফতরের মন্ত্রী বি জেড জমির আহমেদ খানের ছেলে জাইদ খানও উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে একজন লেখেন, আইন-আদালতে বাপের কামানো টাকা ওড়াবে। তবে ভিন্নমতও উঠে এসেছে। অনেকে মনে করছেন, আরিয়ান সম্ভবত পরিচিত কারও সঙ্গে রসিকতা বা বন্ধুত্বপূর্ণ কথোপকথনের অংশ হিসেবেই এই অঙ্গভঙ্গি করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের অক্টোবরে মাদকাণ্ডে জেলে যেতে হয়েছিল আরিয়ানকে। এ নিয়ে তখন কম ভোগান্তি পোহাতে হয়নি শাহরুখ ও তার পরিবারকে। সব বিতর্ক পাশ কাটিয়ে চলতি বছর বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল শাহরুখপুত্রের। আরও একবার বিতর্কে জড়ানোয় অনেকে তার পুরোনো ঘটনা সামনে আনছেন।

সূত্র: বলিউড লাইফ

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ