spot_img

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের পেছনে রাজউকের দায় রয়েছে: রাজউক চেয়ারম্যান

অবশ্যই পরুন

রাজধানী ঢাকার অনেক ভবন ঝুঁকিপূর্ণ। এর পেছনে রাজউকেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। শুক্রবার (৫ ডিসেম্বর) এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভবন নির্মাণে সঠিক প্ল্যানেরই অনুমোদন দেয় রাজউক। কিন্তু মালিকরা প্ল্যান না মেনে ইচ্ছেমতো ভবন নির্মাণ করেন। কম জনবল আর দুর্নীতির কারণে সেসব ঠেকানো যায় না। এ সময় বড় পরিকল্পনা নিতে রাজধানীকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাড়ির মালিকরা প্ল্যান নেয়ার সময় রাস্তা ছাড়ার অঙ্গীকার করলেও পরে তা মানেন না। এর জন্য বাড়ির প্ল্যান নেয়ার সময় রাস্তার জায়গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দলিল করে দেয়ার নিয়ম করতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাউজিং কোম্পানিগুলো আইন-কানুন, নকশা কিছুই মানে না। রাজউক ড্রোন দিয়ে জরিপের কথা বলার পর ভবন তুলতে তাড়াহুড়ো বেড়েছে। তারা মনে করছে ভবন হয়ে গেলে তা আর ভাঙা যাবে না।

এই ছায়া সংসদে সেন্ট জোসেফ ও শহিদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্কে উঠে আসে, রাজধানীতে ভবন নির্মাণের নানা দুর্বলতা, দুর্নীতি আর সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা। যার ফলে লাখ লাখ ঝঁকিপূর্ণ ভবন এখন আতঙ্কের কারণ।

সর্বশেষ সংবাদ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ