spot_img

ইউক্রেনকে দনবাস ছাড়তে হবে, নয়তো শক্তি প্রয়োগ করব: পুতিন

অবশ্যই পরুন

ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বলে হঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পুতিন বলেন, হয় আমরা শক্তি প্রয়োগ করে এ অঞ্চলগুলো স্বাধীন করব। অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে।

বর্তমানে ডনবাসের ৮৫ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আগে থেকেই বলে আসছেন তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবেন না।

পুতিন এমন সময় এ মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা ‘যুদ্ধ বন্ধ করতে চান’। গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিনিরা। এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। তার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা আছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন। তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি।

সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে কিছু সফলতা পেয়েছে। এরপরই তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন চরম সংকটে

৬ ডিসেম্বরকে “অবিস্মরণীয় একটি দিন” হিসেবে আখ্যায়িত করে স্বৈরশাসন-বিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ