spot_img

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করার ঘোষণা দিয়েছেন। এর আগে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

হায়দরাবাদ হাউসে হওয়া এই বৈঠকের বিষয়ে পুতিন বলেন, আলোচনা “গঠনমূলক” এবং “বন্ধুত্বপূর্ণ পরিবেশে” হয়েছে। তিনি দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদার করতে হওয়া একাধিক চুক্তিকে ‘আকর্ষণীয়’ বলে মন্তব্য করেন। দুই দেশের বাণিজ্যে নিজস্ব জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধিতেও তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও, পুতিন ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন।

জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি দিতে প্রস্তুত। যদিও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের ওপর চাপ রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জ্বালানি কেনার মাধ্যমে নয়াদিল্লি মস্কোকে কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও আরোপ করেছেন।

দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান ভ্লাদিমির পুতিন। তাঁকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট পুতিন আজ রাত ৯টার দিকে ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ