spot_img

সালাহউদ্দীনের পদত্যাগপত্র নেয়নি বিসিবি

অবশ্যই পরুন

২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে দায়িত্ব উপভোগ করতে পারছেন না কারণ দেখিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান তিনি। বিসিবিতে একটি পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন তিনি। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি।

সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ না হওয়ার কথা দেশের একটি গণমাধ্যমকে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

এদিকে, আয়ারল্যান্ড সিরিজের আগে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তখন বলা হয়েছিল, শুধুমাত্র এই সিরিজেই এই দায়িত্ব পালন করবেন তিনি। তবে ফাহিম জানিয়েছেন, দায়িত্ব আরও কিছু সময়ের জন্য পালন করে যাবেন আশরাফুল।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে বর্তমানে বিশ্রামে আছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের। মাঝে অবশ্য বিপিএল খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সর্বশেষ সংবাদ

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, দেখুন তালিকা

দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ