spot_img

আইভীর জামিন নামঞ্জুর

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নতুন করে শোন এরেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে সদর থানা পুলিশের ওপর হামলা এবং গণঅভ্যুত্থানে ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়।

আইভীর আইনজীবীরা জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে, আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন। একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনোটাতেই তার নাম নেই। আজ বৃহস্পতিবার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে—শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিল। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ সংবাদ

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, দেখুন তালিকা

দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ