কারাবন্দি ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে ২শ’রও বেশি আন্তর্জাতিক তারকা।
এদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইনটন, মার্ক রাফালোসহ সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। এছাড়াও, আলোচিত সংগীত তারকা পল সিমন, ব্রায়ান এনো এবং স্টিফেন ফ্রাই-ও রয়েছেন তালিকাটিতে।
খোলা চিঠিতে মারওয়ান বারঘুতির দীর্ঘ কারাবাসে উদ্বেগ জানিয়ে তার ওপর চলা নির্যাতনের নিন্দা প্রকাশ হয়। তাকে কারামুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তারকারা।
উল্লেখ্য, মাথায় পাঁচটি যাবজ্জীবনের সাজা নিয়ে ২০০২ সাল থেকে ইসরায়েলে কারাবন্দি মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেই ভাবা হয় তাকে। ডাকা হয় ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা নামে। ইসরায়েল-হামাসের সবশেষ বন্দি বিনিময়ে বারঘুতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে চুপিসারে তার নাম তালিকা থেকে বাদ দেয় তেলআবিব।

