spot_img

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

অবশ্যই পরুন

সংকটাপন্ন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাতার সরকার অফিসিয়ালি সম্মতি দিয়েছে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটি এ পদক্ষেপে রাজি হয়েছে।

ঢাকায় কাতার দূতাবাসের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি নিয়ে কাতার সরকার বিএনপিকে অফিসিয়ালি সম্মতি জানিয়েছে।

জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে বেগম খালেদা জিয়া কাল লন্ডন যেতে পারেন। তার সঙ্গে থাকতে পারবেন চিকিৎসকসহ ১৪ জন। চিকিৎসকদের সম্মতি পেলেই রওনা হবেন।

বর্তমানে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের কারণে তাকে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসায় সহযোগিতা করতে ঢাকায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে তার ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেন। প্রায় চার মাস পর, ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ