spot_img

অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন নেই: অ্যাটর্নি জেনারেল

অবশ্যই পরুন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদন প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার গঠন বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখে আদেশ দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকারকে নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত নিয়েছেন। এর সাথে গণঅভ্যুত্থানের বৈধ–অবৈধতার কিছু নেই। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, বিজয়ী জনতা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই গঠন হবে এই সরকার। বিপ্লবী সরকার সেকারণে প্রশ্নের মুখে পড়বে না।

আসাদুজ্জামান আরও বলেন, অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত দেন। রাষ্ট্রপতি মতামত নিতে পাঠালে সেটি করেন তৎকালীন আপিল বিভাগ। সেটা কোনো শুনানি বা জাজমেন্ট নয়।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় বিএনপি। এদিকে সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ