spot_img

কনকনে শীতের রাতে ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিলো পথকুকুরের দল

অবশ্যই পরুন

এক নবজাতককে কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ভোরের আগে থেকে রেলওয়ে কর্মীদের কলোনির একটি বাথরুমের সামনে রক্তমাখা নবজাতকটি পড়ে ছিল। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে। তার সঙ্গে না ছিল কম্বল, না ছিল কোনো চিঠি, আর আশপাশে তার পরিবারের কোনো চিহ্নও ছিল না। কিন্তু শিশুটি পুরোপুরি একা ছিল না। স্থানীয়রা জানান, আশপাশের পথকুকুরেরা নবজাতকটিকে ঘিরে নিখুঁত ও দুর্ভেদ্য বৃত্ত তৈরি করে সারারাত পাহারা দেয়। এসময় কুকুরগুলো কোনো শব্দ করেনি, কাউকে কাছে আসতেও দেয়নি। খবর এনডিটিভির।

স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল বলেন, ‘সকালে উঠেই দেখি অবাক করা দৃশ্য। কুকুরগুলো রাগান্বিত ছিল না, বরং সতর্ক। মনে হচ্ছিল শিশুটির সুরক্ষার দায়িত্ব নিয়েছে।’ তিনি ধীরে ধীরে কাছে যেতেই কুকুরগুলো বৃত্ত শিথিল করে। শুক্লা নিজের ওড়নায় নবজাতকটিকে জড়িয়ে প্রতিবেশীদের ডাকেন।

শিশুটিকে দ্রুত মহেশগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, শিশুর শরীরে আঘাত নেই; মাথায় কিছুটা জমাট রক্ত জন্মের সময়ের। তাদের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশু পরিত্যক্ত হয়।

পুলিশ সন্দেহ করছে, স্থানীয় কেউ রাতের অন্ধকারে শিশুটিকে ফেলে গেছে। নবদ্বীপ পুলিশ ও চাইল্ড হেল্পলাইন শিশুটির দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার পর পথকুকুরগুলোর আচরণে অভিভূত পুরো শহরের বাসিন্দারা। এক রেলকর্মী বলেন, ‘যে কুকুরগুলোকে আমরা তাড়াই, তারাই আজ অসাধারণ মানবতা দেখিয়েছে।’

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ

শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের ফলে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ