spot_img

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি টাইগারদের

অবশ্যই পরুন

আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওপেনার পারভেজ ইমন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩ ইনিংসে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করেছেন ইমন। টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার।

সিরিজে ২ ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করা তাওহীদ হৃদয় ৫ ধাপ এগিয়ে এখন ৪৩তম স্থানে। টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১০ম স্থানে ছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে ফিজ এখন ৮ নম্বরে।

এগিয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেনও। তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে মেহেদী, ৫ ধাপ এগিয়ে ১৯তম রিশাদ। উন্নতি হয়েছে নাসুম আহমেদেরও। ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন এই টাইগার স্পিনার।

সর্বশেষ সংবাদ

বিএনসিসি ক‍্যাডেটরা সশস্ত্র বাহিনীতে এলে জাতি উপকৃত হবে: সেনাপ্রধান

বিএনসিসি'র ক‍্যাডেটরা সশস্ত্র বাহিনীতে যোগদান করলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ