spot_img

নিজেকে ‘আগের চেয়ে বেশি চনমনে’ বলেই ঘুমে ঢুলে পড়েন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরের পর হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতেই তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও ‘স্লিপি জো’ বা ‘ঘুমকাতুরে জো’ বলে মন্তব্য করেন— যা তিনি প্রায়ই করে থাকেন।

এ সময় নিউইয়র্ক টাইমস তার স্বাস্থ্য নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা তীব্র সমালোচনা করে ৭৯ বছর বয়সী ট্রাম্প দাবি করেন, তিনি এখন ‘২৫ বছর আগের চেয়ে বেশি চনমনে’। গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আগের তুলনায় ধীরগতির হয়ে পড়েছেন।

নিউইয়র্ক টাইমসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রাম্প এখন আগের চেয়ে আরও চটপটে। কিন্তু তারাই (নিউইয়র্ক টাইমস) চটপটে নয়।

স্বাস্থ্য ও সক্ষমতা নিয়ে রিপোর্ট করা সভায় থাকা সাংবাদিকদেরও তিনি একহাত নেন। যদিও ঠিক সেই বৈঠকেই প্রায় দেড় ঘণ্টা ধরে ‘চনমনে’ থাকা বেশ কঠিন হয়ে উঠেছিল প্রেসিডেন্টের জন্য।

সিএনএন জানায়, দুপুরের ঘুমের সাথে ট্রাম্প যেন সত্যিই লড়াই করছিলেন। এমনকি মন্ত্রিসভার সদস্যরা যখন তার কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন, তখনও তাকে বারবার ঘুমিয়ে পড়তে দেখা যায়।

শিক্ষা, শ্রম, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বক্তব্য চলার সময় একই দৃশ্য বহুবার ধরা পড়ে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ‘পরিবর্তনধর্মী’ বৈদেশিক নীতি নিয়ে প্রশংসা করছিলেন, তখনও ট্রাম্পকে পাশের চেয়ারে ঢলে পড়তে দেখা যায়। রুবিও ফুটবল নিয়ে রসিকতা করলে অন্যরা হাসলেও ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল নির্লিপ্ত।

সিএনএনের হিসেবে, ২ ঘণ্টা ১৭ মিনিটের বৈঠকে একাধিকবার মনোযোগ হারান ট্রাম্প। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ নাকচ করেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনেছেন এবং পুরো তিন ঘণ্টার বৈঠক পরিচালনা করেছেন।’

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

ভারতীয় পেসারকে আইসিসির শাস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। কিন্তু এর মধ্যেই স্বাগতিক শিবিরে শাস্তির ধাক্কা! প্রথম ওয়ানডে ম্যাচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ