spot_img

কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া আবারো জনগণের মাঝে ফিরে আসবেন: রিজভী

অবশ্যই পরুন

দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারো জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই জনগণের ভালোবাসা পাচ্ছেন বেগম জিয়া। শুধু বিএনপি বা এর অঙ্গসংগঠন নয়, পুরো জাতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছিল বলে অভিযোগ করেন তিনি।

এসময় সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

সর্বশেষ সংবাদ

নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ