spot_img

ভাইরাল শাহরুখের পুরোনো মার্কশিট

অবশ্যই পরুন

বলিউডের কিং খান শাহরুখ খানের পড়াশোনার পুরোনো ফলাফল এখন নতুন করে তুলেছে আলোচনা। দিল্লির হংসরাজ কলেজে তার স্নাতক অধ্যয়নকালীন (১৯৮৫–১৯৮৮) মার্কশিট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই মার্কশিটে থাকা নম্বর দেখে ভক্তরা চমকে উঠেছেন।

শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও শাহরুখ ছিলেন বেশ উজ্জ্বল এমনই প্রমাণ মিলছে তার কলেজ মার্কশিটে। অর্থনীতিতে স্নাতক করার সময় তিনি বেশ কয়েকটি বিষয়ে চোখ ধাঁধানো নম্বর পেয়েছিলেন। মার্কশীতে দেখা যায় শাহরুখ একাধিক বিষয়ে ৯২ পেয়েছেন, গণিতে ৭৮, পদার্থবিজ্ঞানে ৭৮ এই স্কোর ভক্তদের রীতিমতো অবাক করেছে। শুধু ইংরেজি বিষয়টিতে তিনি তুলনামূলক কম, ৫১ নম্বর পেয়েছিলেন। ভাইরাল হওয়া মার্কশিটে শাহরুখের জন্মতারিখ ২ নভেম্বর ১৯৬৫, বাবার নাম, এমনকি তার ছবিও দেয়া আছে। সব মিলিয়ে নেটিজেনরা নিশ্চিত, এটি কিং খানেরই অফিসিয়াল মার্কশিট।

শোবিজে আসার আগে শাহরুখের পথচলা শুরু হয়েছিল পড়াশোনাকেই সঙ্গী করে। হংসরাজ কলেজের পর তিনি ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ার মাস্টার্স প্রোগ্রামে। তবে ভাগ্য তাকে টেনে নেয় অভিনয়ের জগতে প্রথমে টেলিভিশন, পরে বলিউড। আর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বড় পর্দায় পা রাখতেই মিলেছিল সুপারহিটের স্বাদ।

এখনকার এই তারকা, যাকে কোটি ভক্ত ‘কিং অব রোম্যান্স’ নামে চেনে তিনি যে একসময় ক্লাসরুমে বসে ঠিক অন্য ছাত্রদের মতোই পরীক্ষা দিয়েছেন, তা জানার পর ভক্তদের নস্টালজিয়া যেন আরও গভীর হয়েছে। অন্যদিকে, কাজের দিক থেকে শাহরুখ এখন ‘কিং’ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে আছেন মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চন।

সূত্র: ইকোনমিক টাইমস

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

এই বিভাগের অন্যান্য সংবাদ