spot_img

হৃদরোগের চিকিৎসা যেন দেশেই হয়, সেজন্য কাজ করছে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

হৃদরোগের চিকিৎসায় যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধনে এসে এমনটাই জানান তিনি।

সকালে হাসপাতালটিতে এসে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির লক্ষ্যে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রমও। পরে যোগ দেন একটি আলোচনা সভায়।

উপদেষ্টা নুর জাহান বেগম বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয়, সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এবার ইসরায়েলকে সতর্কবার্তা ট্রাম্পের

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী অভিযানের কয়েক দিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সিরিয়া ও তার নতুন নেতৃত্বকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ