spot_img

যুদ্ধক্ষেত্রের অগ্রগতি জানতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শনে পুতিন

অবশ্যই পরুন

ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের অগ্রগতি জানতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৩০ নভেম্বর) রাতে সম্মিলিত বাহিনীর একটি ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি।

এ সময় ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ক্রাসনপারমেইস্ক শহর এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শোনেন। প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

পেসকভ জানান, রাতে অনুষ্ঠিত এ পরিদর্শনে পুতিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ, ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার সোলোদচুক এবং ব্যাটলগ্রুপ ইস্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েভ।

জেনারেল গেরাসিমভ প্রেসিডেন্টকে ডিপিআরের ক্রাসনপারমেইস্ক এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। অন্যান্য এলাকাগুলোতে রুশ বাহিনীর চলমান আক্রমণাত্মক অভিযানে অর্জিত সাফল্যের বিবরণও তুলে ধরেন তিনি।

এ ছাড়া ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার ভ্যালেরি সোলোদচুক ইউক্রেনীয় একটি ব্যাটলগ্রুপকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের বর্তমান অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, দিমিত্রভ শহরের দক্ষিণাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

রাশিয়ার সামরিক অভিযান ও বিভিন্ন ফ্রন্টে অগ্রগতির বিষয়ে এই উচ্চপর্যায়ের ব্রিফিংকে চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: তাস

সর্বশেষ সংবাদ

বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ