প্রথমবারের মতো বাবা হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে গায়কের স্ত্রী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন।
এ সুখবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি বলেছেন, মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা ও মেয়ে উভয়ই মহান আল্লাহর রহমতে সুস্থ আছেন। আর সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ইমরান ভাই।
এছাড়া ইমরান নিজেও নিশ্চিত করেছেন বিষয়টি। এদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে গায়ক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য। আল্লাহ যেন সুস্থ রাখেন।’

এর আগে ২০২৩ সালের ২৪ মে পারিবারিক পারিবারিক আয়োজনে বিয়ে করেন ইমরান। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। ওই সময় তিনি ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। তারপর একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি বিভিন্ন স্টেজ শোয়ে পারফর্ম করতে থাকেন এ গায়ক।

