spot_img

ইউনূস সরকারেই আস্থা ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী: আইআরআই জরিপ

অবশ্যই পরুন

মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই-এর এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেশির ভাগ মানুষ ড. মুহাম্মদ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী এবং তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পরিচালিত জরিপে অংশ নেওয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন।

জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন।

তারা খোলাসা করেই বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন।

জরিপের বরাতে আইআরআই-এর এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে।

জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে, আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ