জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী কেউ শান্তিতে নেই, চাঁদার পরিমাণ বেড়ে গেছে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। চাঁদাবাজি-দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্যু করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে ৮ দলের বিভাগীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্ষুব্ধ হয়ে চোরা গলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান। চিংড়ি মাছের মতো কেউ কেউ পেছনে দৌড়াতে চায়। চিংড়ি যখন দৌড়ায় সামনে দিকে পথ খুঁজে পায় না, পেছনের দিকে যায়।
জামায়াত আমির বলেন, এখন যদি কেউ ৭২-এর সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে অবস্থান নেবেন। আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন, জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান—বেগম খালেদা জিয়াও কখনো ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করবো যারা এই দুইজনকে ভালোবাসেন তারা আর ভুলেও ৭২-এর এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না।
তিনি আরও বলেন, আমরা ৮ দলের বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না। আমরা মজলুম জনগণের বিজয় চাই।

