ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার যেকোনো লড়াই মানেই বিশ্বজুড়ে টানটান উত্তেজনা। তবে বুয়েন্স আইরেসের ক্রিকেট মাঠে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ দেখা গেল না। নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে সহজেই উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আর্জেন্টিনা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয়লাভ করে। বৃষ্টির কারণে সিরিজের বাকি তিনটি ম্যাচের কোনো ফলাফল আসেনি।
সিরিজের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচেও আর্জেন্টিনার জয়ের পথ সুগম হয়েছিল। ব্রাজিল প্রথমে ব্যাট করে ১০৯ রান তোলার পর আর্জেন্টিনা ১.১ ওভারে ৯ রান সংগ্রহ করার পর বৃষ্টি বাগড়া দেয়। এই ম্যাচে আর কোনো ফল আসেনি। একই কারণে সিরিজের তৃতীয় ম্যাচে টসই করা সম্ভব হয়নি।
রোববার (১ ডিসেম্বর) একই দিনে সিরিজের শেষ দুটি ম্যাচ মাঠে গড়ায়। চতুর্থ টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা।
আগে ব্যাট করে স্বাগতিকরা ৪ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে টমাস রসসি ৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ৪টি চার ও ২টি ছক্কা ছিল। জবাবে রান তাড়া করতে নেমে ব্রাজিল ৭ উইকেটে ৯৯ রানের বেশি তুলতে পারেনি। আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসসি, মাত্র ১৯ রানের বিনিময়ে তিনি একাই ৪ উইকেট শিকার করেন।
একই দিনে সিরিজের শেষ ম্যাচটিও ছিল বৃষ্টিস্নাত। এই ম্যাচেও প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় তারা। দলের পক্ষে লুকাস ৪৩ বলে ৫৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন, যাতে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। এছাড়া রামিরো এস্কোবারের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩২ রান।
দুর্ভাগ্যবশত, বৃষ্টির কারণে সিরিজের শেষ ম্যাচে আর ব্যাটিংয়ে নামতে পারেনি ব্রাজিল। এর মধ্য দিয়েই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আর্জেন্টিনা।

