spot_img

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় হাসপাতালে চীনের ৫ সদস্যের মেডিকেল টিম

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তারা ঢাকায় পৌঁছান। এরপর বেলা ২টা ৫০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, বেগম জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। আগামীকাল আসবে মূল মেডিকেল টিম।

প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।

সর্বশেষ সংবাদ

‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ’

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। রোববার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ