spot_img

নতুন পে স্কেলে ৩-৪ গুন বেতন বৃদ্ধি না করার প্রস্তাব

অবশ্যই পরুন

নতুন পে-স্কেল নিয়ে এখনো দোলাচল থামছে না। আদৌ অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পে-স্কেল কার্যকর হবে কি-না, হলেও ঠিক কবে; আর কমিশন সুপারিশই বা কবে জমা দেবে তা জানা যায়নি।

চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে নবম পে-স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক করেছে পে-কমিশন। যেখানে নতুন পে-স্কেল নিয়ে আকাশচুম্বী সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের মতামত দিয়েছেন সচিবরা। বিভিন্ন সংগঠন কমিশনের কাছে তিন-চার গুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিলেও এর বিরোধিতা করেছেন সচিবরা।

সবশেষ কমিশনের একটি সূত্রে জানা গেছে, সচিবরা নানা ধরনের মতামত দিয়েছেন। তবে অধিকাংশই বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের প্রস্তাব করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি একটি গণমাধ্যমকে বলেন, কোনো কোনো সংগঠন বর্তমান বেতন স্কেলের চেয়ে তিন বা চার গুন বৃদ্ধির প্রস্তাব করেছেন। এ ধরনের আকাশচুম্বী প্রস্তাব গ্রহণ না করতে মতামত দিয়েছেন সচিবরা।

পে-কমিশনের সঙ্গে সম্পৃক্ত এ কর্মকর্তা বলেন, ৭০ এর অধিক সচিবের মতামত গ্রহণ করা খুবই কঠিন বিষয় ছিল। সব সচিবকে একসঙ্গে পাওয়া যাবে না, এটি ধরেই চার ধাপে সভা করা হয়েছে। প্রতিটি ধাপে ১৭ কিংবা এর অধিক সচিব সভায় অংশগ্রহণ করেছেন। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। মতামতগুলো পর্যালোচনা করা হচ্ছে। কমিশন নির্ধারিত সময়েই তাদের সুপারিশ জমা দেবে।

তিনি আরও বলেন, সচিবরা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বেতন স্কেলের যেন সামঞ্জস্য থাকে, কমিশনকে সেভাবে সুপারিশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৫-১০ বছর পর নিত্যপণ্যের দাম কেমন হতে পারে সেটিও বিবেচনায় নিতে বলা হয়েছে। প্রস্তাবে সচিবরা সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন কমিশনকে।

এদিকে, কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সদস্যরাসহ সংশ্লিষ্টরা পুরোদমে কাজ করে যাচ্ছেন। অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ দাখিল করা হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন এবং গ্রেড ভাঙার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, নবম পে-স্কেল নিয়ে অনলাইনে মতামত গ্রহণের পর প্রায় আড়াই শতাধিক সংগঠনের সাথে আলোচনা করা হয়। সবশেষ ৭০ এর অধিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়া হয়েছে। সচিবদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। চার ধাপে ৭০ এর অধিক সচিবের সঙ্গে সভা করেছে পে-কমিশন। গত ২৪ নভেম্বর প্রথম ধাপে সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রতিটি ধাপে ১৭ কিংবা তার অধিক সচিব কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। একই...

এই বিভাগের অন্যান্য সংবাদ