spot_img

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়, ঘোষণা বিআরটিএ চেয়ারম্যানের

অবশ্যই পরুন

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এক বড় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন যে এখন থেকে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

গতকাল রোববার (৩০ নভেম্বর) সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানের লাইসেন্স নিশ্চিত করতে এই ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে এবং উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশে দুর্ঘটনার ৭৩ ভাগই ঘটছে মোটরসাইকেলের কারণে। তাই মানসম্পন্ন এবং বিআরটিএ অনুমোদিত হেলমেট পরার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে।

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ