spot_img

টানা তিন হারের পর জয়ের দেখা পেল লিভারপুল

অবশ্যই পরুন

টানা তিন ম্যাচে হার। সাম্প্রতিক সময়ে ভালো দিন দেখছিল না লিভারপুল। তবে অবশেষে সেই হতাশার বেড়াজাল ছিন্ন করলো আর্নে স্লটের দল। রোববার (৩০ নভেম্বর) প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেডের মাঠে ২–০ গোলের জয়ে ফের জয়ের ধারায় ফিরেছে লালরা।

দলবদলের রেকর্ড ফি দিয়ে দলে যোগ দেওয়া আলেকসান্দার ইসাক অবশেষে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলের দেখা পেলেন। ম্যাচের ৬০তম মিনিটে কোডি হাকপোর কাটব্যাক থেকে প্রথম ছোঁয়ায় শট নিয়ে দলকে এগিয়ে নেন তিনি। অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) চমৎকার দক্ষতায় বুক দিয়ে বল নামিয়ে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন হাকপো।

টানা সাদামাটা ফর্মের কারণে বেঞ্চে থেকে ম্যাচ শুরু করেন মোহামেদ সালাহ। শুরুতে কিছুটা এলোমেলো থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুলই। প্রথমার্ধে দুটি নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।

৮১তম মিনিটে ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতা টানা আপত্তিকর আচরণের জেরে হলুদ কার্ড দেখার পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। শেষের সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

১৩ ম্যাচে এটি লিভারপুলের সপ্তম জয়। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে দলটি। অন্যদিকে ১১ পয়েন্ট সংগ্রহ করে ওয়েস্ট হাম আছে ১৭তম স্থানে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের তথ্য আমার জানা নেই: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নাই। আজ মঙ্গলবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ