spot_img

চীনকে হারালেই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ

অবশ্যই পরুন

গ্রুপ পর্বে টানা চারটি করে জয় বাংলাদেশ ও চীনের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল দুই অপ্রতিরোধ্যের লড়াই। ম্যাচটা এক অর্থে অঘোষিত ফাইনালও। কেননা এদিন যারা জিতবে তারাই যাবে এশিয়ান কাপের মূলপর্বে।

দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে। ‘এ’ গ্রুপের বাকি চার দল— বাহরাইন, শ্রীলঙ্কা, তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের বিদায় আগেই নিশ্চিত হয়।

৪ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি, বিপরীতে স্রেফ এক গোল হজম করে। সমান ম্যাচে চীনের গোল ৩৮ এবং প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পারেনি এখনও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ বাছাই থেকে শুধু গ্রুপ চ্যাম্পিয়নই মূলপর্বে খেলবে।

শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে স্বাগতিক চীন। ফিফা র‌্যাঙ্কিংয়ে চীন সিনিয়র দল যেখানে ৯৩, সেখানে বাংলাদেশ ১৮০তম। এরপরও নিজেদের সেরাটা দিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্ন অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের, ‘আগের চার ম্যাচে আমরা জয় ছিনিয়ে এনেছি। বাহরাইনের ম্যাচটা অনেক কঠিন ছিল। এটা অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। চীন অনেক শক্তিশালী দল, তবুও চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে জিতে কোয়ালিফাই করতে।’

সর্বশেষ সংবাদ

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতের আগে ইউক্রেনে একের পর এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ