spot_img

নিউইয়র্ক সিটিকে উড়িয়ে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি

অবশ্যই পরুন

আলেন্দের হ্যাটট্রিকে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। বড় জয়ে এমএলএস কাপের ফাইনালে নাম লিখিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

রোববার (৩০ নভেম্বর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নিউইয়র্ককে আতিথ্য দেয় মেসিরা।

শিরোপার মঞ্চে গোল বন্যার শুরুটা হয় আলেন্দের কাছ থেকে। আট মিনিট বাদে ফ্লোরিডার ক্লাবটি ব্যবধান দ্বিগুণ করে। আলবা ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই স্ট্রাইকার।

প্রথমার্ধের শেষ দিকে নিউইয়র্কের জাস্টিন হাক ব্যবধান কমালেও লিডে থেকেই বিরতিতে যায় মায়ামি। বিরতির পর আরও আগ্রাসী রূপ ধারণ করে মায়ামি। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেট্টি।

ম্যাচের ৮৩তম মিনিটে আলবার ব্যাকহিল পাসে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। আর তাতে ৫-১ ব্যবধানের বড় জয়ে শিরোপা জয়ের যনন্দে মাতে মেসির দল।

একইসঙ্গে তারা নাম লেখাল এমএলএস কাপের ফাইনালে। মেসির আগমনের পর থেকেই ২০২৩ সাল থেকে নিজেদের এই স্বপ্নযাত্রা শুরু করে ডেভিড বেকহ্যামের ক্লাব। মেসি যোগ দেওয়ার পরই ২০২৩ সালে লিগস কাপ এবং পরের বছর এমএলএসের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট বাগিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি।

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় এমএলএস কাপের মেগা ফাইনালে ভ্যাঙ্কুভারের মোকাবিলা করবে ফ্লোরিডার ক্লাবটি।

সর্বশেষ সংবাদ

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের টিকাদানের জন্য ৮০ টি টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম...

এই বিভাগের অন্যান্য সংবাদ