spot_img

ওলমোর জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয়

অবশ্যই পরুন

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল বার্সেলোনা। সেই লক্ষ্যে আলাভেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পরেও লড়াই করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। তাতে লা লিগায় টানা চতুর্থ ম্যাচ জিতেছে বার্সা।

এ জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও জাবি আলোনসোর দলের হাতে আছে একটি বাড়তি ম্যাচ।

শনিবার (২৯ নভেম্বর) ম্যাচের একদম প্রথম মিনিটে পাবলো ইবানেজের গোলে পিছিয়ে পড়ে বার্সা। তাতে শঙ্কাও জাগে তাদের নিয়ে। কিন্তু বার্সা জবাব দেয় দ্রুতই। ৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতা ফেরায় তারা। তার পর ২৬ মিনিটে দানি ওলমোর দারুণ ফিনিশে ম্যাচের মোড়ও ঘুরে যায়।

সংস্কারের পর ক্যাম্প ন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনাকে তিন পয়েন্ট সুরক্ষিত করতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যোগ করা সময়ে তৃতীয় গোলটিও করেন ওলমো।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ