spot_img

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোনালাপ ট্রাম্পের

অবশ্যই পরুন

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলার জেরে উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোনালাপ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। গেলো সপ্তাহে ফোনে কথা বলেন তারা।

জানা যায়, একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন, দুই রাষ্ট্রপ্রধান। বলা হয়, দু’পক্ষ সম্মত হলেও এখনো ঠিক হয়নি বৈঠকের দিন-তারিখ।

এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এয়ারলাইন্স, পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এসব আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

আগামী সপ্তাহে খুলে দেয়া হবে রাফাহ সীমান্ত

ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল গাজার একমাত্র বাইরের দুনিয়ার সঙ্গে সংযোগ—রাফাহ সীমান্ত ক্রসিং। অবশেষে সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ