spot_img

জামায়াত সরকার গঠন করলে সবাইকে নিয়ে দেশ চালাবে: ডা. শফিকুর রহমান

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সবাইকে নিয়ে দেশ চালানোর ঘোষণা দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ঢাকা–১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে যুব-ছাত্র নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেছেন, দেশ পরিচালনায় না গেলেও দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। সরকারে গেলে দেশি-বিদেশি কোনো লাল চক্ষুকে পাত্তা দিবে না জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ