spot_img

হঠাৎ তারকাদের হাতে-গালে রহস্যময় সংখ্যা…নেপথ্যে কারণ কি?

অবশ্যই পরুন

সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যাচ্ছে হাতে কিংবা মুখে বা কোথাও কোনো একটি সংখ্যা লিখে সেই ছবি পোস্ট করছেন তারাকারা। বিশেষ করে নারী তারকারা বেশি পোস্ট করছেন সেসব ছবি। যা নিয়ে কৌতূহল বেড়েছে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। ফলে স্বাভাবিকভাবে এর কারণ জানতে চাচ্ছেন তারা।

এ ব্যাপারে জানা গেছে, মূলত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সরব হয়েছেন দেশের তারকারা। সমাজের চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে ঘৃণ্য অপরাধের ভয়াবহতা তুলে ধরতে এই উপায় বেছে নিয়েছেন। শরীরে একটি জায়গায় নির্দিষ্ট কিছু সংখ্যা লিখে প্রতিবাদ হিসেবে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নারী তারকারা।

‘মাই নাম্বার, মাই রুলস’ নামের এই উদ্যোগে অংশগ্রহণকারীরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কতবার হয়রানির শিকার হয়ে থাকেন, সেই সংখ্যাই নিজের ছবিতে লিখে পোস্ট করছেন। গত ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই আন্দোলনের। যার সূচনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানিয়েছেন, প্রতিদিন অন্তত ৯ বার অনলাইন হয়রানির শিকার হয়ে থাকেন।

গত ২৫ নভেম্বর ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেত্রী তিশা লেখেন, ‘সংখ্যা থেকে কণ্ঠস্বর। আসুন, আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমাদের নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছে, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি―তার সবই দেখতে পাচ্ছি।’

এরপরই এ তারকা পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘#মাই নাম্বার, মাই রুলস’। যা ব্যবহার করে অন্য সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে তিশার সঙ্গে এই আন্দোলনে আরও অনেকেই যুক্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী রুনা খান, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, মৌসুমী হামিদ, সাজিয়া সুলতানা পুতুল, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।

অভিনেত্রী রুনা খান এ ব্যাপারে বলেন, শুধু তারকা নয়, যেকোনো নারীই সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হচ্ছেন। গত এক দশকে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের কাছে পৌঁছেছে, তার ব্যবহারবিধি সেভাবে অনেকেই শেখেনি।

সর্বশেষ সংবাদ

সরকারি সিদ্ধান্তে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ

সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ‘বাংলাদেশ ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্কের খসড়া তৈরি করেছে মিডিয়া অ্যান্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ