spot_img

দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন

অবশ্যই পরুন

১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে না দেয়া হলে আগামী ১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষাভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।

এতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন শিক্ষকরা। তারা বলেন, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলে অভিযোগ তাদের।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের স্বীকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানের ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা।

সর্বশেষ সংবাদ

দুই দিনে শেষ হওয়া পার্থের পিচ নিয়ে যা বললো আইসিসি

অ্যাশেজের প্রথম টেস্টে বল গড়িয়েছে মাত্র ৮৪৭টি। অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে সংক্ষিপ্ত (বলের হিসাবে) টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয়। সব...

এই বিভাগের অন্যান্য সংবাদ