এক সময় বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া ছিলেন সেলিনা জেটলি। আইটেম গানগুলোতে সাবলীলভাবে পারফর্ম করেছেন সেলিনা। তবে শোবিজ জগতকে বিদায় দিয়ে সংসারে মন দেন তিনি। কিন্তু ১৪ বছর পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই তারকা।
সেলিনা জেটলির জনপ্রিয় কিছু সিনেমা হলো নো এন্ট্রি (২০০৫), * আপনা স্বপ্না মানি মানি* (২০০৬), গোলমাল রিটার্নস (২০০৮) এবং থ্যাঙ্ক ইউ (২০১১)। তিনি তার প্রথম চলচ্চিত্র জানশীন (২০০৩)-এর মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেন।
টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়ার হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেই সংসারে তিন সন্তান রয়েছে তাদের।
পিটার হাগ একজন অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী। দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইনে কাজ করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১১ সালে সেলিনা জেটলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকে তিনি হোটেল শিল্পে প্রতিষ্ঠিত।
স্বামীর হাতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হওয়ার কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। শুধু তা-ই নয়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলাও করেছেন অভিনেত্রী।
সেলিনা জেটলির অভিযোগ, পিটার অত্যন্ত নিষ্ঠুর। সব সময় তাকে নিয়ন্ত্রণ করেন। তার তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে বাবার কাছে। সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার। তিনি আরও অভিযোগ করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন।
স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নন। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী অভিনেত্রী উল্লেখ করেন, অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে গুরুতর মানসিক, শারীরিক, যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
এএনআই-এর বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানও, মুম্বাই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি রুপি খোরপোশ দাবি করেছেন সেলিনা, যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটির টাকার বেশি। এছাড়া সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি দাবি করেন তিনি।
বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই মুম্বাই আদালতের পক্ষে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।
প্রসঙ্গত, প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক।

