spot_img

এমবাপের রেকর্ড গড়া হ্যাট্রটিকে রিয়ালের স্বস্তির জয়

অবশ্যই পরুন

কিলিয়ান এমবাপ্পের চার গোলের পরেও অলিম্পিয়াকোসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে জাভি আলোনসোর দল।

আগের তিন ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ জয় ক্ষরা কাটাতে গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে খেলতে নামে। শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে আলোনসোর শিষ্যরা। তবে স্রোতের বিপরীতে গিয়ে চিকিনিয়োর গোলে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। ২২তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে লড়াইয়ে নতুন করে নাটকীয়তা ফেরান মেহদি তারেমি। হেডে গোলটি করেন ইরানের ফরোয়ার্ড। ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করে দলকে জয়ের পথে এগিয়ে যান ফরাসি তারকা এমবাপ্পে। শেষ দিকে অলিম্পিয়াকোস চাপ বাড়ালেও আর হয়নি শেষ রক্ষা। ঘাম ঝড়ানো জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচে উঠেছে জাবি আলোনসোর রিয়াল। আসরে এখন পর্যন্ত জয়ের স্বাদ না পাওয়া অলিম্পিয়াকোস আছে টেবিলের ৩৩ নম্বরে।

সর্বশেষ সংবাদ

সামরিক অভ্যুত্থানে গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট পদচ্যুত, ক্ষমতা দখল সেনাবাহিনীর

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে পদচ্যুত করে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। বুধবার (২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ